রোববার (২০ মে) ত্রিপুরার তথ্য সংস্কৃতি দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ত্রিপুরা রাজ্যে পুলিশের বিভিন্ন পদে ১০ শতাংশ নারী কোটা সংরক্ষিত করার জন্য রাজ্য মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ত্রিপুরা রাজ্যে এখন থেকে সব ধরণের নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমনকি চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার পরিবর্তে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
এছাড়াও পেনশনের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। সরকারি চাকরিতে কর্মরত স্বামীর মৃত্যুর পর স্ত্রী পেনশন পেতেন। এখন থেকে পেনশন সুবিধা পাওয়া স্ত্রী যদি পুনরায় বিয়ে করেন কিংবা তার মৃত্যু হয়। তাহলে সেই পেনশন পাবে সরকারি চাকরিজীবীর বাবা ও মা।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ২০, ২০১৮
এসসিএন/আরআইএস/