তারা জরিপ করে দেখছে, কি ধরনের প্লাস্টিক ত্রিপুরা রাজ্যে আমদানি হচ্ছে ও কিভাবে এর আমদানি বন্ধ করা যায়।
শনিবার (২৬ মে) সকালে আগরতলার উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই জরিপ কর্মসূচি শুরু হয়।
এসময় মন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যে প্লাস্টিকবিরোধী আইন পাস হয়েছে। তাই রাজ্যে প্লাস্টিক ব্যাগ না আনার জন্য ভারতীয় রেল মন্ত্রককেও বলা হয়েছে। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী রাজ্যে প্লাস্টিক আনছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। এর জন্য জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।
মন্ত্রী এসময় রাস্তা থেকে প্লাস্টিক বর্জ সংগ্রহ করেন।
অর্পণের সদস্য বিশ্বেন্দু ভট্টাচার্য্য বলেন, প্লাস্টিক ব্যাগের ৯৮ শতাংশই তৈরি করছে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান। জরিপ করে দেখা হবে কি পরিমাণ ও কি ধরনের প্লাস্টিক পণ্য রাজ্যে আসছে।
কর্মসূচিতে অন্য সামাজিক সংস্থাও অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ২৬ মে, ২০১৮
এসসিএন/আরআর