সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ
আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স (এনডিএ) সরকারের চার বছরে ভারতের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ত্রিপুরা রাজ্য। কারণ এ রাজ্যের ৯০ শতাংশ টাকা আসে কেন্দ্রীয় সরকার থেকে।
এনডিএ সরকারের চার বছর পূর্তি উপলক্ষে শনিবার (২৬ মে) সন্ধ্যায় আগরতলা বিজেপি অফিসে সংবাদ সম্মেলনে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এসব কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর শিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছেন।
দেশের এক কোটি গরিব পরিবার ঘর পেয়েছে। আগামী ৩১ মে’র মধ্যে সৌভাগ্য যোজনার মাধ্যমে ৫২৯টি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ত্রিপুরা রাজ্যকে ৩০০ কোটি রুপি দিয়েছেন কিছুদিন আগে। রাজ্যের উন্নয়নের জন্য এ তহবিল থেকে আরও ৫০০ কোটি রুপি দেওয়া হবে। ৩০ কোটি রুপি ব্যয়ে ত্রিপুরা রাজ্যের গ্রামীণ এলাকায় ওয়াইফাই ইন্টারনেট স্থাপন করা হবে।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এসসিএন/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।