ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ভারতব্যাপী চলছে ৪৮ ঘণ্টার ব্যাংক হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, মে ৩০, ২০১৮
ভারতব্যাপী চলছে ৪৮ ঘণ্টার ব্যাংক হরতাল ব্যাংকের সামনে ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন কর্মীরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের ডাকে ভারতব্যাপী শুরু হয়েছে ৪৮ ঘণ্টার ব্যাংক হরতাল। 

বুধবার (৩০ মে) থেকে গোটা ভারতে পরবর্তী ৪৮ ঘণ্টা এ হরতাল বহাল থাকবে।  

মূলত ব্যাংক কর্মচারী ও অফিসারদের ১১তম বেতন চুক্তি অবিলম্বে কার্যকর করার দাবিতে তারা এই হরতাল ডাকা হয়েছে বলে বাংলানিউকে জানান ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের ত্রিপুরা শাখার সম্পাদক স্বপন কুমার মোদক।

 

তিনি জানান, গোটা ভারতে ১১ লাখ এবং ত্রিপুরা রাজ্যে তিন হাজারেরও বেশি ব্যাংক কর্মচারী এই হরতালে সামিল হয়েছেন।  

জানা যায়, এই হরতালের কারণে এটিএম সেবাও বন্ধ থাকবে। কারণ এটিএমের নিরাপত্তা রক্ষীরাও এই সংগঠনের সঙ্গে যুক্ত।  

এ হরতালের জেরে তীব্র সমস্যায় পড়তে হচ্ছে ব্যাংকের গ্রাহকদের। কারণ, হরতালের কথা শুনে অনেকেই ইতোমধ্যে এটিএম থেকে পর্যাপ্ত পরিমান অর্থ সংগ্রহ করে নিয়েছেন। ফলে অনেক এটিএমে অর্থ সংকট দেখা গিয়েছে। সময় যত এগিয়ে যাবে মানুষের ভোগান্তি আরো তীব্র হবে বলে মনে করছেন সবাই।
 
এদিকে বুধবার বিভিন্ন ব্যাংকের শাখার সামনে বেতন চুক্তি অবিলম্বে কার্যকর করার দাবিতে স্লোগান দিতে দেখা যায় সংগঠনের সদস্যদের।  

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মে ৩০, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।