ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় শ্যামাপ্রাসাদ মুখার্জীর জন্মদিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
ত্রিপুরায় শ্যামাপ্রাসাদ মুখার্জীর জন্মদিন উদযাপন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

আগরতলা: ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আগরতলায় শ্যামাপ্রাসাদ মুখার্জীর ১১৮তম জন্মদিন উদযাপিত হয়েছে। 

শ্যামাপ্রাসাদের জন্মদিন উদযাপন উপলক্ষে শুক্রবার (৬ জুলাই) সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
 
এসময় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শ্যামপ্রাসাদ মুখার্জী এমন এক ব্যক্তিত্ব, যিনি কাশ্মীর থেকে শুরু করে সারাদেশে এক নিয়ম চালু করার জন্য ভারতের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পদ ত্যাগ করেছিলেন।

 

রবীন্দ্র ভবনে শ্যামাপ্রাসাদের জীবনী নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রী এসব আলোকচিত্র ঘুরে দেখেন।

এছাড়া রাজ্যের অন্যান্য জায়গাও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে দিনটি উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৮
এসসিএন/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।