এরপরও তাকে ঘিরে জল্পনার শেষ নেই। প্রায়ই রাজ্যে খবর ছড়িয়ে পড়ে, তিনি কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।
এবার ২০১৯ সালের ভারতের লোকসভা নির্বানকে সামনে রেখে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলোর তৎপরতা শুরু হয়েছে। অন্য রাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যের প্রতিটি দলও নিজেদের মতো করে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। তাই আবার নতুন করে প্রদ্যুৎ কিশোরের রাজনৈতিক দল পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
ত্রিপুরার দু’টি লোকসভা আসনের মধ্যে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে বিজেপি প্রদ্যুৎ কিশোরকে প্রার্থী করবে এমন খবরও রাজনীতির মাঠে বয়ে বেড়াচ্ছে।
বিষয়টি নিশ্চিত হতে বাংলানিউজের সঙ্গে প্রদ্যুৎ কিশোরের সঙ্গে যোগাযোগ হয় শনিবার (৪ আগস্ট)।
তিনি ফোনে জানান, বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি। আগে থেকে কংগ্রেস দলে ছিলেন, এখনও রয়েছেন এবং আগামী দিনেও এই দলেই থাকবেন।
তিনি অভিযোগ করে জানান, দলত্যাগ বিষয়ক গুজবটি পরিকল্পিত ভাবে রটানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এসসিএন/এনএইচটি