ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় হস্ত সামগ্রীর প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
আগরতলায় হস্ত সামগ্রীর প্রদর্শনী হস্ত সামগ্রী প্রদর্শনীতে নারীরা, ছবি: বাংলানিউজ

আগরতলা: আগরতলায় মঙ্গলালোকে নারী নিকেতনের নারীদের তৈরি হস্ত সামগ্রী নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রদর্শনী।

রোববার (০৫ আগস্ট) বিকেলে আগরতলা প্রেসক্লাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী সুদীপ রায় বর্মন।

এসময় আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা ও পুরনিগম পৌর-পরিষদের ফুলন ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুদীপ রায় বর্মন বলেন, সমাজে যতোই নিপীড়ন-অত্যাচার আসুক না কেন, কেউ না কেউ ভুক্তভোগীর  পাশে গিয়ে দাঁড়ায়। এমন একটি সংস্থা হলো মঙ্গলালোকে নারী নিকেতন। সংস্থাটি সমাজের নিপীড়িত নারীদের হয়ে কাজ করে যাচ্ছে। এ আবাসিকদের জীবনে কিছু না কিছু করুন কাহিনী রয়েছে। এই সব কে দূরে ঠেলে তারা নতুনভাবে জীবন কে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মঙ্গলালোকে নারী নিকেতনের আবাসিক নারীরা হাতে তৈরি নকশীকাঁথা, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী ও বুটিকে কাজের সামগ্রী নিয়ে এসেছেন প্রদর্শনীতে। বুধবার (৭ আগস্ট) পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।