শুক্রবার (৩১ আগস্ট) বিকেলে খোয়াই শহরে বিজেপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্বজীৎ দত্ত বিজেপিতে যোগ দেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নিজেকে ৫২ বছর পর খাঁচার বাইরে উন্মুক্ত আকাশের পাখি বলে মনে হচ্ছে। সিপিআই (এম) দলের জন্য অনেক করেছি। কিন্তু দাম্ভিক কিছু নেতা আমার বিরুদ্ধে চক্রান্ত করে বদনাম করেছেন। এমন কি ২০১৮ সালে নির্বাচনের আগে খুন করার চক্রান্তও করে ছিল।
এদিন বিশ্বজীৎ দত্তকে বিজেপির দলীয় পতাকা ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল দেওধর। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা স্তরের নেতারা।
বিশ্বজীৎ দত্তকে ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিপিআই (এম) দল থেকে প্রথমে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু পরে তার শারীরিক অসুস্থতার অভিযোগ এনে মনোনয়ন প্রত্যাহার করিয়ে নেয় দল। তখন থেকেই তিনি ক্ষুব্দ ছিলেন।
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এসসিএন/এএ