ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিজেপি নেতার বিরুদ্ধে ডেপুটেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
বিজেপি নেতার বিরুদ্ধে ডেপুটেশন

আগরতলা: স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগে বিজেপি নেতা সৈকত সাহাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় ডেপুটেশন প্রদান করেছে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটি।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) পূর্ব আগরতলা থানায় এ ডেপুটেশন দেয় সংগঠনটির ৫ জনের এক প্রতিনিধি দল।

সৈকত সাহার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘ দিন ধরে ঘরে বন্দি করে নিজের স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছেন।

ডেপুটেশন শেষে নারী নেত্রী মিতালী ভট্টাচার্য্য সংবাদ মাধ্যমকে বলেন, এ ঘটনার মাধ্যমে বিজেপি নেতাদের আসল চরিত্র প্রকাশিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।