ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় হাতে তৈরি বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
ত্রিপুরায় হাতে তৈরি বোমা উদ্ধার বোমা উদ্ধার

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার অন্তর্গত বক্সনগর এলাকা থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) বক্সনগর বাজারের ব্যবসায়ী জসিম মিঞার দোকান থেকে বোমাটি উদ্ধার হয়।  

ব্যবসায়ী জসিম জানান, দোকানে পেছনের দিকের ভেন্টিলেটর ভেঙে কে বা কারা বোমাটি তার দোকানে ফেলে যায়।

বিকেলের দিকে তিনি দোকান খুলে এটি দেখতে পান। এসময় তিনি কলমচৌড়া থানায় খবর দেন।  

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব সাহার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতে তৈরি বোমাটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।  

ওসি রাজীব সাহা বাংলানিউজকে জানান, কি করে বোমাটি এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জানা যাবে কিভাবে, কোথা থেকে এটি এখনে এসেছে।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।