সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল শেষ হবে সন্ধ্যা ৬ টায়।
ভারত জুড়ে জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে নিখিল ভারত কংগ্রেস কমিটির ডাকা হরতালকে কংগ্রেস দলের নেতাকর্মীরা সমর্থন জানিয়ে আগরতলাসহ রাজ্যের বিভিন্ন স্থানে পিকেটিং করে।
এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে দলের নেতাকর্মীরা মহাকরণের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এছাড়া আগরতলার হরিগঙ্গা বসাক রোডে বিক্ষোভ করার সময় সাবেক বিধায়কসহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
হরতাল চলাকালে রাজ্যের কোথাও কোনো ধরনের সহিংসতা না ঘটে এজন্য বিভিন্নস্থানে বাড়তি পুলিশ মোতায়েন করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং বাংলানিউজকে জানান, হরতাল চালাকালে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসসিএন/আরআইএস/