বিশেষ সূত্রে জানা যায়, বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম শতবর্ষ উপলক্ষে সম্প্রতি আগরতলার উজ্জ্বয়ন্ত রাজপ্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন এই খ্যাতনামা পরিচালক। আগরতলার পাশাপাশি তিনি ওই আমলের স্মৃতি বিজড়িত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং রাজ পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে কথা বলেন।
রাজ্যের নতুন সরকারও বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ইতিহাস সংরক্ষণে আগ্রহী। তাই সম্প্রতি আগরতলা বিমান বন্দরের নাম মহারাজা বিক্রম কিশোরের নামে রাখা হয়েছে। এছাড়াও তাকে নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার বিক্রম কিশোরকে নিয়ে চলচ্চিত্র তৈরি হোক, এমনটাই আশা ত্রিপুরাবাসীর।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসসিএন/এনএইচটি