মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাজ্যের পশ্চিম জেলার গান্ধীগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রসঞ্জিতের মা বীনা আচার্য্য জানান, সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে তার ছেলের মোবাইল ফোনটি বন্ধ ছিল।
অভিযোগ করে প্রসঞ্জিতের মা বীনা আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে তার ছেলেকে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের সঙ্গে কারো শত্রুতা ছিল না বলেও জানান তিনি।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত দেব বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি প্রশান্ত।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এসসিএন/আরআইএস/