ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আগরতলা: বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় আশুরা পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আগরতলার একাধিক জায়গা থেকে জুলুস বের হয়।
একটি জুলুস বের হয় দক্ষিণ রামনগর থেকে, অপর জুলুসটি বের হয় রাজধানীর দশমীঘাট এলাকা থেকে।
জুলুসগুলো রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নানা বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী অংশ নেয়। এ সময় সবার মুখে মুখে ছিলো হায় হাসান হায় হোসেন ধ্বনী। সেই সঙ্গে বিভিন্ন বয়সী মানুষ লাঠি ও অস্ত্রের খেলা প্রদর্শন করেন।
আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গাতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে আশুরা পালিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এসসিএন/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।