শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। বিশাল ত্রিপুরার এডি নগর থানার বিশ্বজিৎ মালাকারের ছেলে।
বিশালের বাবা বিশ্বজিৎ জানান, শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে তার ছেলেকে কয়েকজন অজ্ঞাতলোক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। পরে এডি নগর থানার সূর্য্যপাড়ার একটি স্কুলের পাশের জঙ্গলে বিশালের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা মহকুমা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বিশালের বাবার অভিযোগ তার ছেলেকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।
এডি নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) অজয় কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
এসডিপিও অজয় কুমার দাস বাংলানিউজকে বলেন, এ ঘটনার মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এসসিএন/আরআইএস/