রোববার (২৩ সেপ্টেম্বর) ত্রিপুরার রাজধানী আগরতলার শিশু উদ্যানে এ যোজনার (স্কিম) উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং ষোলাঙ্কি ও ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ, দুই বিধায়ক আশিষ সাহা এবং রামপ্রাসাদ পাল, ত্রিপুরা রাজ্যের মুখ্যসচিব রাজীব রঞ্জন প্রমুখ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতের বর্তমান সরকার দেশবাসীর সুবিধার কথা চিন্তা করে বিনামূল্য রাস্তা, ঘর, গ্যাস সংযোগ এবং এখন স্বাস্থ্য যোজনা (স্কিম) চালু করেছে। এ যোজনার (স্কিম) সুবিধা ত্রিপুরা রাজ্যের ৭০ শতাংশ মানুষ পাবে।
এ প্রকল্পের সুবিধা ভোগী পরিবার চিকিৎসার জন্য বছরে সর্বোচ্চ পাঁচ লাখ রুপি সরকারি সহায়তা পাবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
রাষ্ট্রীয়ভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (স্কিম) চালু করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খন্ড রাজ্যে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (স্কিম) উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন।
শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যোজনা (স্কিম) সুবিধা ভোগীদের কয়েকজনের হাতে যোজনার কার্ড তুলে দেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এসসিএন/আরআইএস/