ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
ত্রিপুরায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি বেতন বৈষম্য দূর করার জন্য কর্মবিরতি পালন করছেন ত্রিপুরা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: বেতন বৈষম্য দূর করার জন্য কর্মবিরতি শুরু করেছেন ত্রিপুরা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে পশ্চিম জেলার হাঁপানিয়া এলাকার ত্রিপুরা মেডিক্যাল কলেজের সামনে তারা এ কর্মবিরতি শুরু করেন।

ত্রিপুরার রাজ্যে দু’টি মেডিক্যাল কলেজ রয়েছে।

এগুলো হলো- আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও ত্রিপুরা মেডিক্যাল কলেজ।

আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা প্রতিমাসে সাড়ে ১৮ হাজার রুপি করে বেতন পান। কিন্তু ত্রিপুরা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা বেতন পান সাড়ে ১২ হাজার রুপি করে। এই বেতন বৈষম্য দূর করার জন্য ত্রিপুরা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় দুপুর থেকে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।

তারা জানান, যতোদিন কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেবেন, ততোদিন তাদের কর্মবিরতি চলবে। পাশাপাশি তারা তাদের নিরাপত্তার জন্য কলেজ চত্বরে পুলিশ চৌকি বসানোরও দাবি করেন।

যদিও এই বিষয়ে কলেজ পরিচালন কমিটির কেউ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি।

এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে কলেজ হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনদের।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।