সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে পশ্চিম জেলার হাঁপানিয়া এলাকার ত্রিপুরা মেডিক্যাল কলেজের সামনে তারা এ কর্মবিরতি শুরু করেন।
ত্রিপুরার রাজ্যে দু’টি মেডিক্যাল কলেজ রয়েছে।
আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা প্রতিমাসে সাড়ে ১৮ হাজার রুপি করে বেতন পান। কিন্তু ত্রিপুরা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা বেতন পান সাড়ে ১২ হাজার রুপি করে। এই বেতন বৈষম্য দূর করার জন্য ত্রিপুরা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় দুপুর থেকে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।
তারা জানান, যতোদিন কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেবেন, ততোদিন তাদের কর্মবিরতি চলবে। পাশাপাশি তারা তাদের নিরাপত্তার জন্য কলেজ চত্বরে পুলিশ চৌকি বসানোরও দাবি করেন।
যদিও এই বিষয়ে কলেজ পরিচালন কমিটির কেউ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি।
এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে কলেজ হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনদের।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এসসিএন/আরবি/