ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় অনুষ্ঠিত হলো জনতার দরবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
ত্রিপুরায় অনুষ্ঠিত হলো জনতার দরবার জনতার দরবারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হয়েছে জনতার দরবার। বুধবার (৩ অক্টোবর) রাজ্যের ধলাই জেলার চান্দ্রাইপাড়া স্কুল মাঠে এ দরবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

দরবারে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য ও জন সংভরন দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব, দুই বিধায়ক দিবাচন্দ্র রাংখল এবং  পরিমল দেববর্মাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই প্রথম আগরতলা বাইরে এ জনতার দরবার অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় দুপুর ১২টা থেকে জনতার দরবার শুরু হয়ে সন্ধ্যা শেষ হয়।

এ সময় দরবারে উপস্থিত সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন ও সমাধানের চেষ্টা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  
বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, অক্টোবর ০৪,  ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।