ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় নদীতে স্নানে নেমে শিশু নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
আগরতলায় নদীতে স্নানে নেমে শিশু নিখোঁজ নদীতে অভিযান চলাকালে গুড্ডুর স্বজনরা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে মামার বাড়িতে দুর্গাপূজার আনন্দ করতে এসে আর বাড়ি ফেরা হলো না ছয় বছর বয়সী বিশাল রবি দাস ওরফে গুড্ডুর।

সোমবার (১৫ অক্টোবর) গুড্ডু শহরের খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকার নিজ বাড়ি থেকে মা ও বাবার সঙ্গে আড়ালিয়া এলাকার মামার বাড়িতে এসে ছিল।

এদিন দুপুরে গুড্ডু তার মামার বাড়ির পার্শ্ববর্তী হাওড়া নদীতে স্নান করতে যায়।

দীর্ঘ সময় ধরে সে ফিরে আসছে না দেখে মা পূর্ণিমা ঋষি দাসসহ অন্যান্য নদীর ঘাটে ছুটে যান। কিন্তু তাকে না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু হয়। খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানা ও অগ্নির্বাপক দফতরে।

খবর পেয়ে সদর মহকুমার পুলিশ কর্মকর্তা (এসডিএম) সুমন মজুমদারের নেতৃত্বে পুলিশ ও অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা নদীতে নেমে উদ্ধার অভিযান চালায়।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুর পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। তাই আপাতত অভিযান বন্ধ রাখা হয়েছে বলে জানান এসডিপি সুমন মজুমদার।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।