এদিন রাজ্যের পূজা মণ্ডপ গুলোতে সনাতন ধর্মাবলম্বী নারীরা একে অপরকে সিঁদুর দিয়ে রাঙিয়ে তুলেন। নারীদের পাশাপাশি ঢাকের তালে ‘দুর্গা মা-ই কি, জয়’ স্লোগান দিতে দেখা যায় পুরুষদের।
প্রতিমা বিসর্জন ঘাটে আগরতলা পুরনিগম ও পশ্চিম জেলা প্রশাসনের তরফে থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক।
পশ্চিম জেলার সহকারী জেলা শাসক ডা. শৈলেস কুমার যাদব বাংলানিউজকে বলেন, নিরাপত্তার জন্য প্রশাসনের তরফ থেকে দশমী ঘাটে দুটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি লাগানো হয়েছে। খাওয়ার পানি, প্রাথমিক চিকিৎসা ও অস্থায়ী শৌচালয় স্থাপন করা হয়েছে বলেও জানান যাদব।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এসসিএন/আরআইএস/