বুধবার (২৪ অক্টোবর) দুপুরে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে তাদের দেখতে যান তিনি।
এর আগে সোমবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ত্রিপুরা থেকে মিজোরাম রাজ্যে নির্বাচনের কাজে যাওয়ার পথে ৮ নম্বর জাতীয় সড়কের বড়মুড়া পাহাড় এলাকায় টিএসআর বাহিনীর একটি বাস দুর্ঘটনায় পড়ে।
হাসপাতালে চিকিৎসাধীন চার জওয়ানের সঙ্গে কথা বলেন মানিক সরকার। পাশাপাশি অন্য ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন তিনি।
এসময় সাবেক মুখ্যমন্ত্রী বলেন, আহত জওয়ানদের চিকিৎসা ভালোভাবেই চলছে।
আহত ২৯ জওয়ানের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে পাঠানো হয়েছে। চারজনের চিকিৎসা চলছে আগরতলায়। বাকিরা সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
বাংলাদেশ সময় ১৮০০ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৮
এসসিএন/এপি