জিরানীয়া পঞ্চায়েত সমিতিতে মোট ৯টি আসন রয়েছে। এর মধ্যে সিপিআই (এম) দলের দখলে রয়েছে ৪টি আসন, আইপিএফটি’র দখলে রয়েছে ৩টি আসন এবং বিজেপি’র দখলে রয়েছে ২টি আসন।
সিপিআই (এম) ও আইপিএফটি জোট করে পঞ্চায়েত সমিতির ক্ষমতায় বসেছে। শুক্রবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে পঞ্চায়েত সমিতির সদস্যরা শপথ নেন।
এ বিষয়ে শনিবার (২৭ অক্টোবর) দুপুরে বিজেপি’র পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সভাপতি নীলমণি দেবকে জিজ্ঞাসা করা হলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। তিনি কিছু দিন পর আইপিএফটি দল বিজেপি’র সঙ্গে চলে আসবেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এসসিএন/এএটি