স্কুলের প্রধান সমস্যা হচ্ছে, খাওয়ার পানির। স্কুল চত্বরে একটি পানির ট্যাঙ্ক থাকলেও এতে পানি থাকে না।
স্কুলের আশপাশে কোনো ভালো পানির উৎসও নেই। তাই মিড ডে মিলের খাবার রান্নার জন্য পাশের একটি কাঁচা কুয়ো থেকে পানি এলে রান্না করতে হয়। এ পানিতে প্রচুর পরিমাণে মাটি রয়েছে। এ পানি দিয়ে খাবার তৈরি করা হচ্ছে। তা খেয়ে ছাত্র-ছাত্রীরা অসুস্থ হতে পারে।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা রীনা রানি দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা স্বীকার করেন। তিনি জানান, স্কুলের শৌচালয়েরও সমস্যা রয়েছে। এ বিষয়গুলো নিয়ে তিনি একাধিকবার জেলা শিক্ষা অধিকর্তার অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
আরবি/