রোববার (১৮ নভেম্বর) সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ বেনুবন বিহারে এসে ভিড় জমান।
এদিন প্রথমে বৌদ্ধ ভিক্ষুরা বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন।
দুপুরে কঠিন চীবর দান অনুষ্ঠান, ভিক্ষুদের ধর্ম দেশনা ও কম্মাবাচা পাঠ অনুষ্ঠিত হয় বলে বাংলানিউজকে জানান বেনুবন বিহারের কঠিন চীবর দান কমিটির উৎসব সভাপতি নয়ন রাণী চাকমা।
এরপর কঠিন চীবর দান অনুষ্ঠানে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের দেবতা বুদ্ধ দেবের উদ্দেশে নিত্যপ্রয়োজনীয় নানান সমগ্রী, কাপড়সহ প্যাকেটজাত খাবার-দাবার উৎসর্গ করেন। অন্য বছরের মতো এ বছরও উৎসব উপলক্ষে বেনুবন বিহারে প্রচুর লোকের সমাগম হয়।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এসসিএন/আরবি/