ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ইঞ্জিনচালিত দ্বিচক্রযানে হেলমেট বাধ্যতামূলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
ত্রিপুরায় ইঞ্জিনচালিত দ্বিচক্রযানে হেলমেট বাধ্যতামূলক হেলমেট পরিহিত মোটরসাইকেল চালক ও আরোহী। ছবি: সংগৃতীহ

আগরতলা (ত্রিপুরা): মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৮৮-এর ১২৯ ধারা অনুযায়ী ত্রিপুরায় ইঞ্জিনচালিত সব দ্বিচক্রযানের চালক ও আরোহীর হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার (২১ নভেম্বর) ত্রিপুরা ট্রাফিক পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এখন থেকে মোটরসাইকেল চালকের পাশাপাশি আরোহীকেও হেলমেট পরতে হবে।

হেলমেট না পরলে তা অপরাধ বলে গণ্য করা হবে। এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

এবিষয়ে ত্রিপুরা ট্রাফিক পুলিশ সুপার (এসপি) পিনাকী সামন্ত বলেন, দেখা গেছে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় চালক বেঁচে গেলেও আরোহী গুরুতর আঘাতপ্রাপ্ত হন। শেষ পর‌্যন্ত এ ঘটনায় মৃত্যুও হয়। তাই উভয়ের নিরাপত্তা নিশ্চিতে হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে।

এই আইন অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পিনাকী সামন্ত।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।