বুধবার (২১ নভেম্বর) ত্রিপুরা ট্রাফিক পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এখন থেকে মোটরসাইকেল চালকের পাশাপাশি আরোহীকেও হেলমেট পরতে হবে।
এবিষয়ে ত্রিপুরা ট্রাফিক পুলিশ সুপার (এসপি) পিনাকী সামন্ত বলেন, দেখা গেছে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় চালক বেঁচে গেলেও আরোহী গুরুতর আঘাতপ্রাপ্ত হন। শেষ পর্যন্ত এ ঘটনায় মৃত্যুও হয়। তাই উভয়ের নিরাপত্তা নিশ্চিতে হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে।
এই আইন অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পিনাকী সামন্ত।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এসসিএন/ওএইচ/