ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগরতলায় জশনে জুলুস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগরতলায় জশনে জুলুস জশনে জুলুসে অংশ নেওয়া মানুষ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় ত্রিপুরা রাজ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

এ উপলক্ষে বুধবার (২১ নভেম্বর) সকালে আগরতলার ইন্দ্রগর মাজার শরীফ এলাকা থেকে জশনে জুলুস বের করা হয়। জশনে জুলুসটি রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জশনে জুলুসে বিভিন্ন বয়সের লোকজন অংশ নেন।

জশনে জুলুস থেকে সমগ্র মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির মঙ্গলকামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।