বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গোর্খাবস্তি এলাকার প্রজ্ঞা ভবনের সামনে এর উদ্বোধন হয়।
এতে উপস্থিত ছিলেন- ভারতের পর্যটনমন্ত্রী কেজে আলফাঞ্জ, ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ড. কাপ্তান সিং সোলাঙ্কি, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, পর্যটন দফতরের মন্ত্রী প্রাণজীৎ সিংহরায় প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা পর্বের শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন রাজ্যের পর্যটন দফতরের তথ্যের স্টলের উদ্বোধন করেন।
সব শেষে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে আগত শিল্পীরা তাদের চিরাচরিত নৃত্য পরিবেশন করেন।
ভিন দেশ থেকে ৫৩ জন প্রতিনিধি এসেছেন এই উৎসবে। আর ২৪ নভেম্বর উৎসবটি শেষ হবে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসসিএন/টিএ