শনিবার (২৪ নভেম্বর) আগরতলার জি বি এলাকার ফার্মাসিস্ট ইনস্টিটিউশনের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ, বিধায়ক ডা. দিলীপ দাস, ডেপুটি ড্রাগ কন্ট্রোলার ডা. নারায়ণ গোস্বামী, রাজিয়নাল ফার্মাসিস্ট ইনস্টিটিউশনের ডিরেক্টর ডা. শুভাকান্ত দাস প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী সুদীপ রায় বর্মণ বলেন, ওষুধ তৈরির কাজে যুক্ত রয়েছেন ফার্মাসিস্টরা। তারা দিন-রাত নিরলস পরিশ্রম করে ওষুধ তৈরি করেন। এই ওষুধ চিকিৎসকরা রোগীদের প্রেসক্রিপশন করেন। ওষুধ খেয়ে রোগী ভালো হলে চিকিৎসকের সুনাম হয়। অথচ ফার্মাসিস্টদের পরিশ্রমের কথা কেউ জানে না। তাই সরকার আগামীদিনে তাদের বিষয়টি আরো গুরুত্ব সহকারের দেখবে। একইসঙ্গে ফার্মাসিস্ট কলেজের পরিকাঠামো উন্নয়নের জন্য সরকার ব্যবস্থা নেবে।
এদিন মন্ত্রীসহ উপস্থিত অতিথিরা কলেজ চত্বরে একটি ওষুধি গাছের বাগান উদ্বোধন করেন।
এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় ফার্মেসি সপ্তাহ শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এসসিএন/এএটি