সোমবার (২৪ ডিসেম্বর) ত্রিপুরা রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার বিশ্ব মোহন গোষ্ঠীর (এনএলএফটি-বিএম) দুই সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। আর এ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে একে যাদব বাংলাদেশকে গুরুত্বপূর্ণ কাজে পাশে পাওয়ার কথা বলেন।
ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের প্রধান কার্যালয়ে আত্মসমর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এখানকার জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিএল বেলুয়াসহ অন্যান্য কর্মকর্তারা।
যার আত্মসমর্পণ করেছেন, তারা হলেন- রাজ্যের ধলাই জেলার আমবাসা এলাকার সঞ্জয় ত্রিপুরা (৪৫) ও একই জেলার ছাওমনু এলাকার হীরাজয় ত্রিপুরা।
অনুষ্ঠানে ডিআইজি যাদব বলেন, সব মিলে এবার গোষ্ঠীর ১৩ জন আত্মসমর্পণ করেছেন। আর ২০১৭ সালে এনএলএফটি-বিএম থেকে আত্মসমর্পণ করেছিলেন পাঁচ জঙ্গি। এখনও বিভিন্ন শিবিরে ৫০ থেকে ৬০ জঙ্গি রয়েছেন- যারা আত্মসমর্পণ করতে আগ্রহী।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসসিএন/টিএ