শতকরা হিসেবে বিজেপি মোট ভোট পেয়েছে ৯৯ দশমিক ৩৭ শতাংশ বলে এদিন সন্ধ্যায় মহাকরণে সংবাদ মাধ্যমকে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি আরো জানান মাত্র একটি আসনে সিপিআই (এম) প্রার্থী জয়ী হয়েছেন।
আগরতলা পুরনিগমের ৪টি আসনের বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। বিজেপি ভোটারদের জয়ী করার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের সব ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন।
উপনির্বাচনের কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং সি পি আই (এম) দলে নেমেছে তৃতীয় স্থানে। জয়ী বিজেপি প্রার্থীদের নিয়ে দলটি রাজ্যজুড়ে বিজয় মিছিল শুরু করেছে। এবার ভোট ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের পরিবর্তে ব্যালট পেপারে হওয়ায় গণনা এবং ভোটের ফল আসতে বেশী সময় লেগেছে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এসসিএন/এএটি