বুধবার (২ জানুয়ারি) আগরতলায় অবস্থিত শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দফতরের ডিরেক্টরের হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।
দাবিগুলো হলো- নতুন শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সব স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পুনরায় পাস-ফেল প্রথা চালু করা, স্কুলগুলোতে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ, ধর্মনিরপেক্ষ এবং বিজ্ঞানভিত্তিক পাঠ্যক্রম চালু, স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ চালু করা ইত্যাদি।
এরআগে সংগঠনের ত্রিপুরা শাখার সম্পাদক রাম প্রসাদ আচার্য্য নেতৃত্বে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রসংগঠনটি। তিনি বলেন, রাজ্য সরকার আমাদের দাবি না মানলে কঠোর আন্দোলন দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এসসিএন/ওএইচ/