রোববার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মেলারমাঠ এলাকার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রিপুরা রাজ্যের নতুন সরকারের বিরুদ্ধে তিনি এসব অভিযোগ করেন।
গৌতম দাস বলেন, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বিজেপি ফ্যাসিস্ট সুলভ আক্রমণ করছে।
তিনি বলেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি’র প্রতিশ্রুতিতে ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বললেও এখনো কাউকে চাকরি দেওয়া হয়নি। নতুন করে সড়ক শুল্ক, পেট্রোপণ্যের ওপর কর চাপিয়ে দিয়েছে। তবে মানুষ শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, গত বছরের ৩ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরা রাজ্যে সিপিআই (এম) দলের এক হাজার ৩২২ জন পুরুষ ১৫২ জন নারীর ওপর আক্রান্ত হয়েছে। ১৫৬টি বাড়িতে আগুন ও এক হাজার ৩৪৪টি বাড়ি ভেঙে ফেলা হয়েছে। এসময়ের মধ্যে পাঁচজনকে খুন করা হয়েছে।
সিপিআই (এম) দলের নতুন নতুন মানুষ আসছে। সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে সরকারের এমন অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসব্যাপী আন্দোলন করার পরিকল্পনা নিয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান গৌতম দাস।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এসসিএন/জিপি