ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

গাড়ির বদলে বাইসাইকেল ব্যবহারে সচেতনতা বাড়াতে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
গাড়ির বদলে বাইসাইকেল ব্যবহারে সচেতনতা বাড়াতে র‌্যালি বাইসাইকেল র‌্যালিতে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ক্রমেই কার্বন নিঃসরণ বাড়ছে বলে পরিবেশ দূষণও বেড়ে চলেছে। সেজন্য পেট্রোল-ডিজেল চালিত যানবাহন ব্যবহার কমিয়ে সপ্তাহে অন্তত একদিন যানবাহনের বদলে বাইসাইকেল চালানোর সচেতনতা গড়তে উদ্যোগ নিচ্ছে ত্রিপুরা রাজ্য সরকার।

রোববার (২০ জানুয়ারি) সকালে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালিতে অংশ নিয়ে এমনটি জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। আগরতলার আস্তাবল ময়দানে ওই বাইসাইকেল র‌্যালিটির আয়োজন করে রাষ্ট্রায়ত্ত অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন লিমিটেড (ওএনজিসি)।

শিক্ষামন্ত্রী বলেন, যেভাবে বিশ্বব্যাপী কার্বন জাতীয় জ্বালানির প্রভাবে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে পেট্রোল-ডিজেলের মতো জ্বালানিতে চালিত যানবাহন ব্যবহারের বদলে বাইসাইকেল ব্যবহার বাড়াতে হবে। নাগরিকরা এক্ষেত্রে এগিয়ে এলে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ সম্ভব হবে।

কর্মসূচিতে অংশ নিয়ে ৭২ বছর বয়সী রতন লাল নাথ নিজেও বাইসাইকেল চালান। তিনি বলেন, প্রায় ৫৫ বছর পর বাসাইকেল চালিয়ে ভালোই লাগেছে।

এর আগে মন্ত্রী সবুজ পতাকা নেড়ে বাইসাইকেল র‌্যালির সূচনা করেন। র‌্যালিটি প্রায় পাঁচ কিলোমিটার পথ ঘুরে আস্তাবল ময়দানে এসে শেষ হয়।

ওএনজিসি ত্রিপুরা শাখার ম্যানেজার পুনিত কুমার বলেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ভারত সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের উদ্যোগে বাইসাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে। ভারতের ২০০ বেশি শহরে বাইসাইকেল র‌্যালি  হচ্ছে।  

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক আশিষ কুমার সাহা, ওএনজিসি ত্রিপুরা শাখার ম্যানেজার পুনিত কিশোরসহ ওএনজিসির কর্মকর্তা, শিক্ষার্থী, পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এসসিএন/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।