বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাজ্যের রাজধানীর প্রজ্ঞা ভবনে এ আলোচনা সভা শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন বনদফতরের মুখ্য বন সংরক্ষক অনির রস্তুগী, ইউনাটেড ন্যাশনের জীববৈচিত্র্য শাখার প্রজেক্ট ম্যানেজার ঈশ্বর সি পূজার, নাবার্ডা’র অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার পি নাইয়ার, আই আই টি খড়কপুর’র পরিবেশ শাখার ডিন ড. এম পদ্মাবতী, ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের জীববৈচিত্র্য শাখার অধ্যাপক সব্যসাচী দাসগুপ্ত, ত্রিপুরা রাজ্য জীববৈচিত্র্য পর্ষদের ডিরেক্টর ডি কে শর্মা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসসিএন/এএটি