ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

৯ ফেব্রুয়ারি ত্রিপুরা সফরে আসছেন মোদী: বিপ্লব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
৯ ফেব্রুয়ারি ত্রিপুরা সফরে আসছেন মোদী: বিপ্লব ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আগামী ৯ ফেব্রুয়ারি দুপুরে একদিনের সফরে ত্রিপুরা রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাজ্যের মহাকরণে সাংবাদিকদের এ কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

তিনি বলেন, এই দিন দুপুরে প্রধানমন্ত্রী বিশেষ প্লেনে আগরতলার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর বিমানবন্দরে অবতরণ করবেন এবং বিমানবন্দরে মহারাজা বীরবিক্রম’র একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন।

এরপর তিনি চলে যাবেন নরসিংগড় এলাকায়। সেখানে ত্রিপুরা ইন্সটিটিউট অব টেকনোলজির (টি আই টি) ক্যাম্পাসে ট্রিপল আই টি’র আনুষ্ঠানিক সূচনা করবেন। টি আই টি ক্যাম্পাস থেকে প্রধানমন্ত্রী ত্রিপুরার দক্ষিণ জেলার গর্জি এলাকা থেকে বাংলাদেশ সীমান্তবর্তী শহর বিলোনিয়া পর্যন্ত নবনির্মিত ট্রেনলাইনের সূচনা করবেন বলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর পাশাপাশি আরো কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।

এদিকে ত্রিপুরা প্রদেশ বিজেপি সূত্রে খবর সরকারি অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলার আস্তাবল ময়দানে একটি জনসভা করবেন। এরপর তিনি দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং সবশেষে আবার দিল্লির উদ্দ্যেশে চলে যাবেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।