সোমবার (০৪ ফেব্রুয়ারি) আগরতলার আস্তাবল ময়দানে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ সড়ক সুরক্ষা সপ্তাহের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এসময় ত্রিপুরা সরকারের পরিবহনমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, রাজ্য সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান অলিক মজুমদার, পুলিশের আইন-শৃঙ্খলা শাখার ইন্সপেক্টর জেনারেল রাজীব সিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবাইকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা যখন সড়ক বা মহাসড়কে চলাফেরা করবো, তখন অবশ্যই ট্রাফিক আইন সংক্রান্ত বিষয়গুলো মেনে চলাফেরা করবো। আশা করি, এতে সড়ক দুর্ঘটনা কমে আসবে। তবে এজন্য সবাইকে সচেতনতা চলাফেরা করতে হবে।
সাত দিনব্যাপী সড়ক সুরক্ষা সপ্তাহের শুরুতে মুখ্যমন্ত্রী ত্রিপুরা পুলিশের পতাকা উত্তোলন করেন। এরপর ত্রিপুরা পুলিশ, পুলিশের ট্রাফিক ইউনিট, এনসিসি ও এনএসআইয়ের (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার) ক্যাডেটরা মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। এসময় সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের পর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এসসিএন/ওএইচ/