শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা জানান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে ভারতীয় জওয়ানদের উপর যে বর্বোচিত ঘটনা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, এ ঘটনায় যারা জড়িত তারা ক্ষমার অযোগ্য।
সেইসঙ্গে তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত প্রত্যেক জওয়ানের পরিবারকে ত্রিপুরা সরকারের তরফে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ঘটনায় ত্রিপুরা রাজ্যের কোনো জওয়ান নিহত বা আহত হননি।
এদিন মহাকরণের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা এবং রাজস্বমন্ত্রী এনসি দেববর্মাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
এসসিএন/আরআর