বৃহস্পতিবার (২১ মার্চ) প্রথম এ বাইকগুলো নিয়ে মহড়া দিয়েছে ট্রাফিক সদস্যরা।
ট্রাফিক ইউনিটের সুপারিন্টেন্ড (এসপি) পিনাকী সামন্ত সংবাদ মাধ্যমকে বলেছেন, ট্রাফিক সদস্যরা মোটর বাইকগুলোতে করে সারা শহর ঘুরে নজরদারি চালাবে।
তিনি বলেন, অত্যাধুনিক জিপিএস টেকনোলজির মাধ্যমে শহরের যানজটযুক্ত এলাকাগুলো চিহ্নিত করবে ট্রাফিক ইউনিট। এরপর দ্রুত এ বাইক নিয়ে ঘটনাস্থলে চলে যাবে ট্রাফিক সদস্যরা। পাশাপাশি যারা নিজেদের গাড়ি বা মোটর বাইক নো-পার্কিং জোনে দাঁড় করিয়ে রেখে সাধারণ মানুষের অসুবিধা তৈরি করবে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে। যদি তারা ঘটনাস্থলেই জরিমানা দিতে রাজি হয় তবে তা নিয়ে নেওয়া হবে। অন্যথায় মামলা করে তা আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মূলত ভিড়ের কারণে যে সকল এলাকায় গাড়ি নিয়ে পৌঁছানো সম্ভব হবে না, সেখানেই এ মোটর বাইক নিয়ে দ্রুত পৌঁছে যাবে ট্রাফিক কর্মীরা।
পরবর্তী পর্যায়ে আরও ৪০টি মোটর বাইক রাজধানীর রাস্তায় ঘুরবে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসসিএন/এসএ/এমজেএফ