ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় বসতবাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
আগরতলায় বসতবাড়িতে আগুন আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার রাজধানী আগরতলায় একটি কাঁচাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ এপ্রিল) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় আগরতলার হারাধন সংঘ এলাকায় বহুতল ভবনের মাঝখানে থাকা অর্ঘ নাগ নামে এক ব্যক্তির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টায় অর্ঘ নাগের বাড়ি থেকে হঠাৎ ধোঁয়া বেরুতে থাকে।

পরে ফায়ার সার্ভিসের কার্যালয়ে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটর ঘটনাস্থলে এসে আগুন নেভায়। ততক্ষণে আগুনে ওই বাড়ির ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই যায়।

অগ্নিকাণ্ডের সময় ওই বাড়ির লোকজন ছিলেন না বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের দফতরের ফায়ার ফাইটিং ইনচার্জ প্রদীপ কুমার দাস বাংলানিউজকে জানান, খবর পেয়ে চারটি ইউনিটের ঘটনাস্থলে পাঠানো হয়। পরে দ্রুত চারটি ইউনিটের কর্মীরা আগুন নেভায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।