আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে বর্ষা মৌসুমের আগে রাজ্যে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেশি রয়েছে। যার ফলে ১৪ মে পর্যন্ত রাজ্যে ৪০২ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও রেকড করা হয়েছে ৩৩৫ মিলিমিটার।
বর্ষা মৌসুমের আগে রাজ্যে প্রায় ৬০০ মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে। এ বছর বর্ষা মৌসুম শেষ হতে আর মাত্র ১৫ থেকে ২০ দিন বাকি রয়েছে। এ সময়ের মধ্যে বৃষ্টিপাতের ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম। বৃষ্টিপাত কম হওয়ার কারণেই রাজ্যে গরম বেড়েছে।
মে মাসে স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেখানে প্রায় প্রতিদিনই ৩৬ ডিগ্রির বেশি উঠছে। গত সপ্তাহে তাপমাত্রা ছিলো ৩৭ ও ৩৮ ডিগ্রির ঘরে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ বছর যথা সময়েই রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে। তখন হয়তো মানুষ গরম থেকে কিছুটা স্বস্তি পাবে।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এসসিএন/ওএইচ/