বুধবার (২২ মে) বিকেলে রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যান বিভাগের তত্ত্বাবধানে ২০ মেট্রিক টন আনারস দিল্লিতে পাঠানো হয়।
এই আনারস রাজ্যটির ঊনকোটি জেলার নালকাটা এলাকার বিভিন্ন চাষির বাগান থেকে সংগ্রহ করে রফতানি করা হয়েছে বলে জানান ত্রিপুরা সরকারের কৃষি দফতরের উদ্যান বিভাগের সহকারী কর্মকর্তা ড. দীপক বৈদ্য।
এ সময় উদ্যান বিভাগের কর্মকর্তা অরুণ দেববর্মাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মৌসুমের শুরুতেই যে আনারস রফতানি করা হয়েছে, সেগুলো মূলত কিউই প্রজাতির। চাষিদের কাছ থেকে প্রতিটি আনারস সাড়ে ১০ রুপি করে কেনা হয়েছে।
এক সঙ্গে এতো আনারস বিক্রি এবং তাও আবার বাগান থেকে দফতর নিজে কিনে নেওয়ায় চাষিরা খুবই খুশি বলেও জানা গেছে।
ড. দীপক বৈদ্য বলেন, আগামী ১৫ দিনের মধ্যে আরও ১০০ মেট্রিক টন আনারস দেশে-বিদেশে রফতানি করা হবে। বৃহস্পতিবার (২৩ মে) রাজ্য থেকে চার মেট্রিক টন আনারস বাংলাদেশে প্রথম দফায় রফতানি করা হবে।
এগুলো সিপাহীজলা জেলার সোনামুড়া এলাকার শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে রফতানি করা হবে বলে তিনি জানিয়েছেন।
এছাড়া কলকাতা ও আসাম রাজ্যের গুয়াহাটি শহর থেকেও ব্যবসায়ীরা আনারস কেনার অর্ডার দিচ্ছেন।
সব মিলে এবার রাজ্য থেকে বিপুল পরিমাণ আনারস রফতানি হবে। একইসঙ্গে চাষিরা আর্থিকভাবে অনেক লাভবানও হবেন।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসসিএন/টিএ