রাজ্যটির পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গণনায় এগিয়ে আছেন বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিক। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের প্রার্থী সুবল ভৌমিক এবং তৃতীয় স্থানে বামফ্রন্ট মনোনীত সিপিআই’র (এম) শঙ্কর প্রাসাদ দত্ত।
একইভাবে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে এগিয়ে আছেন বিজেপির প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মা এবং তৃতীয় স্থানে রয়েছেন বামফ্রন্টের প্রার্থী জীতেন্দ্র চৌধুরী।
এদিকে, পূর্ণাঙ্গ ফলাফল এখনও না আসলেও জয়ের ইঙ্গিত পেয়ে বিজেপির কর্মী-সমর্থকরা উল্লাস করছেন। আতশবাজি করছেন। লাড্ডু বিতরণ করছেন। আনন্দ মিছিল করছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসসিএন/টিএ