সোমবার (২৭ মে) স্থানীয় সময় দিনগত রাত ১১টার দিকে জয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সদর মহকুমার পুলিশ কর্মকর্তা (এসডিপিও) ধ্রুব নাথ।
সূর্যাস্তের পর রাজ্যে নারীদের আটক বেআইনি। তাই রাতে জোৎস্নাকে নজরবন্দি করে রাখেন নারী পুলিশ সদস্যরা। পরে মঙ্গলবার (২৮ মে) সকালে তাকে আটক করা হয়।
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মহকুমার পুলিশ কর্মকর্তা (এসডিপিও) ধ্রুব নাথ।
তিনি বলেন, এ সময় জোৎস্নার ঘর থেকে প্রায় ১১ গ্রাম ব্রাউন সুগার জব্দ হয়। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার রুপি।
এলাকাবাসী জানায়, জোৎস্না স্বামীর ঘর ছেড়ে বাবা-মায়ের সঙ্গে সরকারি আবাসনে থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ২৮, ২০১৯
এসসিএন/একে