ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

৫ কোটি রুপির মাদকদ্রব্য ধ্বংস করলো ত্রিপুরা পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, মে ৩০, ২০১৯
৫ কোটি রুপির মাদকদ্রব্য ধ্বংস করলো ত্রিপুরা পুলিশ

আগরতলা (ত্রিপুরা): গত এক মাসে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় পাঁচ কোটি রুপির মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মে) জব্দ করা মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।  

জানা যায়, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জব্দ করা মাদকগুলো পশ্চিম জেলার বোজংনগর শিল্প তালুকের একটি নির্জন ও পরিত্যাক্ত স্থানে জড়ো করে ধ্বংস করা হয়।

এগুলোর মধ্যে ছিলো- গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের নিষিদ্ধ কফ সিরাপ, নিষিদ্ধ নেশার ট্যাবলেট ও ব্রাউনসুগার।

ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এল ডার্লং বাংলানিউজকে জানান, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নীতিমালা অনুযায়ীই জব্দ করা মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়েছে।  

তিনি জানান, এদিন ছয় হাজার পাঁচশ ৩৯ কেজি গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের ৩৭ হাজার সাতশ ৫৮ বোতল কফ সিরাপ, ৬৪ হাজার দুইশ ১৫টি নিষিদ্ধ ট্যাবলেট ও ৩৭০ গ্রাম হেরোইন ধ্বংস করা হয়। এগুলোর মোট বাজার মূল্য চার কোটি ১৪ লাখ রুপিরও বেশি।  

এগুলোর মধ্যে- গাঁজা, হেরোইন ও ট্যাবলেটগুলো আগুনে পুড়িয়ে এবং কফ সিরাপের বোতলগুলো গাড়ির চাকায় পিষে ধ্বংস করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ৩০, ২০১৯
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।