বৃহস্পতিবার (৩০ মে) জব্দ করা মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।
জানা যায়, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জব্দ করা মাদকগুলো পশ্চিম জেলার বোজংনগর শিল্প তালুকের একটি নির্জন ও পরিত্যাক্ত স্থানে জড়ো করে ধ্বংস করা হয়।
এগুলোর মধ্যে ছিলো- গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের নিষিদ্ধ কফ সিরাপ, নিষিদ্ধ নেশার ট্যাবলেট ও ব্রাউনসুগার।
ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এল ডার্লং বাংলানিউজকে জানান, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নীতিমালা অনুযায়ীই জব্দ করা মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়েছে।
তিনি জানান, এদিন ছয় হাজার পাঁচশ ৩৯ কেজি গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের ৩৭ হাজার সাতশ ৫৮ বোতল কফ সিরাপ, ৬৪ হাজার দুইশ ১৫টি নিষিদ্ধ ট্যাবলেট ও ৩৭০ গ্রাম হেরোইন ধ্বংস করা হয়। এগুলোর মোট বাজার মূল্য চার কোটি ১৪ লাখ রুপিরও বেশি।
এগুলোর মধ্যে- গাঁজা, হেরোইন ও ট্যাবলেটগুলো আগুনে পুড়িয়ে এবং কফ সিরাপের বোতলগুলো গাড়ির চাকায় পিষে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ৩০, ২০১৯
এসসিএন/এসএ