শুক্রবার (২৮ জুন) সকালে আর্সিয়ার বাবা পূর্ণেন্দু দাস বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২০ জুন থেকে উজবেকিস্তানে চতুর্থ এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়ানশিপ শুরু হয়।
তিনি আরও জানান, আর্সিয়ার সঙ্গে উজবেকিস্তানে তার মা ও কোচ রয়েছেন। তারা বাবা ভারতের রাষ্ট্রায়ত্ব টেলি সেবা প্রদানকারী সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) ইঞ্জিনিয়ার। তাই তিনি যেতে পারেননি। তার এ সাফল্যে রাজ্যজুড়ে খুশির হাওয়া বইছে।
এরই মধ্যে টুইটারে আর্সিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেইসঙ্গে তার সাফল্য কামনা করেছেন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
এসসিএন/ওএইচ/