গাছের চারা রোপণ করছেন বর্ণালী গোস্বামীসহ কমিশনের অন্যান্য সদস্যরা, ছবি: বাংলানিউজ
আগরতলা: গত এক বছরে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনে ৫৫৮টি অভিযোগ কমিশনে জমা পড়েছে। এর মধ্যে ৪৩০টি অভিযোগ সমাধান হয়েছে। বাকিগুলোর মধ্যে কিছুটা প্রক্রিয়াধীন এবং আর কিছু অভিযোগ আদালতে বিচারাধীন। কমিশনে নারীদের পাশাপাশি পুরুষরাও অভিযোগ করছেন।
দায়িত্ব দেওয়ার এক বছর পূর্ত উপলক্ষে মঙ্গলবার (০৯ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী।
এক বছরে রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ ঘটনা প্রায় ৭ থেকে ১২ শতাংশ কমেছে উল্লেখ করে বর্ণালী গোস্বামী জানান, কিছু অভিযোগ কমিশনে সরাসরি জমা পড়েছে।
আবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত নারী সংক্রান্ত অপরাধের ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশন নিজে থেকে অভিযোগ নিয়েছে। পাশাপাশি কমিশনের অন্তর্গত কিছু নিজেস্ব লোক রয়েছে যাদের মাধ্যমে অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। প্রয়োজনে অসহায় মহিলাদের বাড়ী গিয়ে আইনী সহায়তাসহ কাউন্সেলিং করে সমস্যার সমাধানের চেষ্টা করেন বলে জানান।
কি পরিমাণ পুরুষ নির্যাতনের অভিযোগ কমিশনে জমা পড়ে? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, মহিলা কমিশনে জমাপড়া অভিযোগের ৫ শতাংশ পুরুষ নির্যাতনের অভিযোগ জমা পড়েছে।
সংবাদ সম্মেলন শেষে কমিশন অফিস প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন বর্ণালী গোস্বামী। এসময় কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
এসসিএন/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।