আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বিশেষ অতিথি থাকবেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা।
সোমবার (০৯ সেপ্টেম্বর) ত্রিপুরার বাংলাদেশ সহকারী কমিশনের হাই কমিশনার কিরীটি চাকমা বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি আরও জানান, এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের মোট ২২টি ছবি প্রদর্শিত হবে। এরমধ্যে বেশ কয়েকটি ছবি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত। এছাড়াও ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় প্রযোজিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এসসিএন/এনটি