বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত ঊনকোটি জেলাব্যাপী এ হরতাল চলবে।
হরতালের সমর্থনে সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় কংগ্রেস নেতা-কর্মীদের পথে নেমে আসতে দেখা যায়।
বাংলানিউজকে বীরজিৎ সিনহা জানান, শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে এ হরতাল পালিত হচ্ছে। সাধারণ মানুষ হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে।
সরেজমিনে দেখা যায়, কৈলাশহরের বেশির ভাগ এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাঘাটে যানবাহন চলাচলও তুলনামূলক অনেক কম। সেভাবে যাত্রীসাধারণও চোখে পড়ে না। তবে কিছু কিছু জায়গায় দোকানপাট খোলা রয়েছে। এছাড়া আর সব দিনের মতোই অফিস-আদালত খোলা থাকলেও, সাধারণ মানুষের উপস্থিতি অনেকটাই কম।
হরতাল ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসসিএন/এইচজে