শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর উমাকান্ত একাডেমিতে উপ-নির্বাচনের পর ভোট গণনা করা হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ব্যালট পেপারের গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর বিধায়ক মিমি মজুমদার সাংবাদিকদের জানান, প্রয়াত ও বিজেপির সাবেক বিধায়ক দিলীপ সরকারের অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করাই তার প্রধান লক্ষ্য। পাশাপাশি তিনি বাধারঘাট বিধানসভা এলাকায় রাস্তাঘাট ও পানিসহ বস্তিবাসীর সমস্যা দ্রুত সমাধান করবেন।
নির্বাচন দফতরের আধিকারিকদের কাছ থেকে বিজয়ের সনদ নিয়ে বেরিয়ে আসার সময় বিধায়ক মিমি মজুমদারকে ঘিরে উৎসবে মেতে উঠেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় তারা একে অপরকে আবির মাখিয়ে রাঙিয়ে তোলেন।
উল্লেখ্য, ত্রিপুরার ১৪ নম্বর বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সাবেক বিজেপি বিধায়ক দিলীপ সরকারের মৃত্যুর পর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসসিএন/আরআইএস/