শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে প্রদেশ কংগ্রেস দলের নেতা-কর্মী, প্রদেশ যুব কংগ্রেস, প্রদেশ মহিলা কংগ্রেস এবং তাদের সহযোগী ছাত্র সংগঠন এনএসইউআই’র নেতা-কর্মী এবং সদস্যরা মিলে এ বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি রাজধানীর চৌমুহনীস্থ প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূতুড়িয়া এলাকাস্থ বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি বীরজিৎ সিনহা, গোপাল রায়, পীযূষ কান্তি বিশ্বাস, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পূজা বিশ্বাস, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সহ-সভানেত্রী নিবেদিতা রায়, এনএসইউআই’র সহ-সভাপতি সম্রাট রায়সহ অন্যান্য নেতা ও কর্মী-সমর্থকরা।
মিছিলের শুরুতে সাবেক বিধায়ক এবং প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি গোপাল রায় বলেন, বর্তমান সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলছে। কিছুদিন আগে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সব সরকারি হাসপাতালে পরিষেবা নিতে গেলে সাধারণ মানুষকে কর দিতে হবে। এখন আবার নতুন করে বিদ্যুতের ফি প্রায় দ্বিগুণ বাড়িয়েছে। রাজ্য সরকারের এই জনবিরোধী সিদ্ধান্তে সাধারণ মানুষের করুণ অবস্থা। এই অবস্থা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে কংগ্রেস এই কর্মসূচি পালন করছে।
সরকার যদি দ্রুত বাড়ানো বিদ্যুৎ ফি প্রত্যাহার না করে, তবে তারা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসসিএন/এসএ